নিউজ ডেস্ক

অনুষ্ঠিত হল ‘গ্লোবাল পার্সপেক্টিভস ডে’

নিউজগার্ডেন ডেস্ক: সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাইমারি শাখায় আজ ১৩ ডিসেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল পার্সপেক্টিভস ডে’ পর্ব ১। গ্লোবাল পার্সপেক্টিভস হলো কেম্ব্রিজ ক্যারিকুলামের গবেষণা, উদ্ভাবনী এবং উদ্দীপক দক্ষতা ভিত্তিক কার্যক্রম। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক আবৃত্তি, গান, নাচ, নাটক, মূকাভিনয়, আলোচনাসহ বিভিন্ন ধারায় তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড’র সাবেক সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল আলীম, প্রধান সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম, সহ-সভাপতি, দাবা কমিটি, সিজেকেএস, চট্টগ্রাম, মোটিভেশনাল স্পিকার।
স্কুলের নির্বাহী পরিচালক এবং অধ্যক্ষ জ্ঞানেশচন্দ্র ত্রিপাঠী এবং উপাধ্যক্ষ মিস নীতি ত্রিপাঠীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনটি একুশ শতকের শ্রেষ্ঠত্ব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করে তুলবে বলে উপস্থিত বিজ্ঞজনদের অভিপ্রায়।
সমগ্র কার্যক্রমের সমন্বয়কের ভূমিকায় ছিলেন স্কুলের একাডেমিক কো অর্ডিনেটর এলেক্সসেস সেরাও এবং সহকারী একাডেমিক অর্ডিনেটর মিস সাদিয়া আফরোজ চৌধুরী।

মন্তব্য করুন