নিউজগার্ডেন ডেস্ক: গাজীপুরের রেল দূর্ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা- স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড। ১৩ ডিসেম্বর সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদেরকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানানো হয়। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো দাবি জানানো হয়, অনতিবিলম্বে বাংলাদেশ রেলওয়ে পুলিশকে আরো জনবল সম্পন্ন ও দায়িত্বশীল করার জন্য সং্িশ্লষ্টদের প্রতি আহবান জানান।