নিউজ ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলডিপির আলোচনা সভা

নিউজগার্ডেন ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আজগর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি আজহারুল ইসলাম অপু, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বি. এম ছায়দুল হক, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোজাম্মেল হক, পতেঙ্গা থানা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো: নয়ন, বন্দর থানা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো: দেলোয়ার হোসেন, বন্দর থানা গণতান্ত্রিক যুবদলের সদস্য মো: মিলন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব এস এম মুজিবুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য ঐ দিন আমাদের বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। একটা জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। বর্তমান স্বৈরচার সরকার একই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নতুন শিক্ষা কারিকুলাম চালুর মাধ্যমে জাতিকে ধাবংস করার পাঁয়তারা করছে। এ অবস্থায় এই সরকারকে বিতাড়িত না করা পর্যন্ত জনগণের মুক্তি অসম্ভব।

মন্তব্য করুন