নিউজ ডেস্ক

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

নিউজগার্ডেন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ চত্বরে কেন্দ্রীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির কর্মীরা। এসময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি কামরুল হুদা বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ। দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর প্রায় ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু সহজ ছিলো না। সংস্কৃতি কর্মী হিসেবে শহীদদের রক্তের মত আমাদের উৎসর্গের মধ্য দিয়ে সংস্কৃতির সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের হতে হবে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, যে ভূমিকা আমাদের মুক্তিযোদ্ধা ও আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে রেখেছিলেন।

এসময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৯ আসনের এমপি প্রার্থী দীপক কুমার পালিত, চট্টগ্রাম ৮ আসনের এমপি প্রার্থী সন্তোষ শর্মা, চট্টগ্রাম ৯ আসনের এমপি প্রার্থী সুজিত সরকার, কবি সুলতান আহমদ কমল, অধ্যক্ষ ইমাম উদ্দিন ইকবাল, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অনুপ সেন, ইঞ্জিনিয়ার সুভাষ গুহ, অধর লাল ধর, সাংস্কৃতি কর্মী ইমতিয়াজ ফারুকী প্রমুখ।

 

মন্তব্য করুন