নিউজ ডেস্ক

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র বিজয় দিবস উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মো: জাফর হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো মুসলিম।
সংগঠনের সিনিয়র জাতীয় সমন্বয়কারী সাংবাদিক নুরউদ্দীন খান সাগরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা জৈষ্ঠ্য আইনজীবি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের জাতীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, ছকিনা বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর, হ্যামলেট বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দে, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহিউদ্দিন স্বপন, নগর সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকিম বিল্লাহ, প্রচার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য ফরিদা আক্তার কাজল, খুলশী থানার সভাপতি আলহাজ্ব কাজী সোবহান, আকবরশাহের সভাপতি আব্দুর রহমান সবুজ, খুলশীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি নুরুল হক নুরু, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক কুলসুমা বেগম, মহিলা সম্পাদিকা রোকসানা ইসলাম, সহ-মহিলা সম্পাদিকা রিনা বেগম, আবদুল মোতালেব, ছগির আহমেদ, আবদুল জব্বার, সুরুত আলী, মোহাম্মদ সেলিম।

আলোচনা সভা শেষে সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা

মন্তব্য করুন