
নিউজগার্ডেন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে চবি ব্যাচ ৩২ ক্লাব, চট্টগ্রাম এর উদ্যেগে ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে মহান বিজয়ে প্রজন্মের বিজয়ী উৎসব অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণ করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ এর সাবেক সতীর্থ, পরিবার বর্গ ও তাদের সন্তান সন্ততিদের উম্মুক্ত বিষয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্ব বোধক গান পরিবেশনা করা হয়।
প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ, স্বদেশের ইতিহাস ঐতিহ্য স্মরণ করে চবি ব্যাচ ৩২ ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনিস টিটুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, রিপায়ন বড়ুয়া, মোঃ হুমায়ুন করিম চৌধুরী, নুসরাত জাহান, এডভোকেট কায়সার, জায়নাব আক্তার, একরামুল হক, ড. ওয়াহিদুল আলম, মোঃ জামশেদ,আনিসুজ্জামান চৌধুরী, আক্তার হোসেন, জহির রায়হান, মাহাতাব উদ্দিন, মোঃ ফেরদৌস প্রমূখ। মহান বিজয় দিবসে সঙ্গীত পরিবেশন করেন রেডিও টেলিভিশনের লিপি জহির, কায়সার ও অন্যান্যরা।