নিউজগার্ডেন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমে যান। এ সময় বাংলাদেশ কল্যাণ পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। হাতঘরিড় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এর আগে সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রতীক বরাদ্দ নেন বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছ। এরপর থেকে প্রচারণায় নেমে পড়েন।
তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে আজ সোমবার। একইসঙ্গে আজই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে গতকাল রোববার ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আর প্রতীক বরাদ্দ পাওয়ার প্রথম দিন থেকেই জোরেশোরে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৬নং পূর্ব ষোলশহর ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন, শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, আমুচিয়া ইউনিয়ন ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯০টি।