নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালিন সদস্য ও পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের আতুরার ডিপু এলাকার নিবাসী, প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম সাধু মিয়া রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৯ টায় মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
সোমবার সকালে আতুরার ডিপু জাহানপুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে নুরুল ইসলাম সাধু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মো. ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, নুরুল ইসলাম সাধু মিয়ার মৃত্যুর সংবাদ ছিল আমাদের জন্য ভীষণ বেদনার। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন সৎ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। বিএনপির প্রতিষ্ঠাকালিন সমরু থেকে বৃহত্তর পাঁচলাইশ থানা এলাকারু দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার একদফার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। তিনি কর্মীদের ডাকে সব সময় সাড়া দিয়েছেন। তিনি ছিলেন দল অন্তঃ প্রাণ নেতা। নুরুল ইসলাম সাধু মিয়া চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে চিরস্বরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।