বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে পানির বিল সংগ্রহের চুক্তি নবায়ন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ তাদের চট্টগ্রামের সকল শাখা ও উপশাখার মাধ্যমে র্দীঘদিন যাবৎ চট্টগ্রাম ওয়াসার পানির বিল সংগ্রহ করে আসছে। বিল সংগ্রহের ধারাবাহিকতায় চট্টগ্রাম ওয়াসার পানির বিল অনলাইনে এসএনডি হিসাবের মাধ্যমে সংগ্রহের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

আজ ১৯ ডিসেম্বর সম্পাদিত উক্ত চুক্তি নবায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) জনাব মোঃ লাল হোসেন ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর ভিপি ও চট্টগ্রাম অঞ্চলের পর্যবেক্ষক জনাব মোহাম্মদ বেলাল, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও এসএভিপি জনাব মোহাম্মদ আরিফ উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার প্রধান হিসাব রক্ষক জনাব আল মেহেদী শওকত আজম, জনাব মোঃ সোহেল রানা রাজস্ব কর্মকর্তা (হিসাব), চট্টগ্রাম ওয়াসার সিস্টেম এনালিস্ট জনাব শফিকুল বাশার, চট্টগ্রাম ওয়াসার প্রোগ্রামার জনাবা লুৎফি জাহান, ব্যাংকের দেওয়ান বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ নাজমুল হোসেন মজুমদার ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা জনাব সোহেল আহমেদ, জনাব শহিদুল ইসলাম, জনাব মোঃ আতিকুর রহমান চৌং এবং জনাব ফয়সাল মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন