নিউজ ডেস্ক

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের মায়ের দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের মা জয়নাব বেগমের স্মরণে দোয়া মাহফিল সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ২২ ডিসেম্বর শুক্রবার লুসাই ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আবদুল গফুর তালুকদার, এডভোকেট অস্মিত চক্রবর্তী অমিত, দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রিপন চৌধুরী, আয়মন ওসমান, কবি আবদুল্লাহ মজুমদার, দৈনিক পূর্বদেশের জাহাঙ্গির আলম, আমিনুল হক লিটন, কবি মাসুম রাফি, কবি অভিলাষ মাহমুদ, শিল্পী মৌ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুছা। বক্তারা বলেন, জয়নাব বেগম একজন মহিয়সী নারী ধার্মিক মহিলা ছিলেন। তিনি মৃত্যুর পরও দুনিয়ায় তার সুসন্তানদের রেখে গেছেন। গত ১৪ ডিসেম্বর সাংবাদিকন নজরুল ইসলামের মা জয়নাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

মন্তব্য করুন