- নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, দেশের অস্বচ্ছল, ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর কল্যাণে আমার নির্বাচনী এলাকার অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে। আগামীতে আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় অসম্পূর্ণ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবার পরিধি বিস্তৃত করা হবে। নারী পুরুষ সকলকে হাতঘড়ির পক্ষে গণজাগরণ সৃষ্টি করার আহবান জানান। আজ ২৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে বোয়ালখালীর শাকপুরা, পেতন আউলিয়া মাজার গেইট, পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী ও ব্রীজের নীচে গণসংযোগ কালে তিনি এই আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভা করেন।
এ সময় তিনি বলেন, নারীর ক্ষমতায়নে আমি সচেষ্ট থাকবো। নারী পুরুষের মধ্যে আমার নির্বাচনী এলাকায় কোন বৈষম্য থাকবে না। অস্বচ্ছল জনগোষ্ঠির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জনসংযোগ ও মতবিনিময়ে
সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাকির।হোসেন ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
খবরটি পড়েছেনঃ ৫৪