
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম -৮ (চান্দগাঁও, পাঁচলাইশ, বোয়ালখালী) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের হাতঘড়ি প্রতীকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দিচ্ছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতের দিকে কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কল্যাণ নেতৃবৃন্দের অভিযোগ, কালামিয়া বাজারের দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত। রাতের বেলায় তারা ঘুরে ঘুরে কালামিয়া বাজারসহ আশপাশের এলাকায় টাঙ্গানো কল্যাণ পার্টি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। প্রত্যেক রাতেই সংসদীয় আসনটির কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘ চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির বাঁধার মুখে আমার কর্মী সমর্থকরা প্রচারণা করতে পারছে না। প্রতিদিন আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।
হামলা করছে, হুমকি দিচ্ছে। তারপরও আমরা মাঠে থাকার চেষ্টা করছি। কিন্তু এভাবে চললে কতোদিন নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবো- আল্লাহই ভালো জানেন।’ এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার, থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে- উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেন, চট্টগ্রাম- ৮ আসনের মানুষ কল্যাণ পার্টিকে ভালোবাসে। আমাদের যথেষ্ট জনমর্থন আছে। পোস্টার ব্যানার ছিঁড়ে গণজোয়ার রুখা যাবে না।’