নিউজ ডেস্ক

হাতঘড়ি মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের নির্বাচনী অফিস উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালামিয়া বাজারে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। আজ ২৫ ডিসেম্বর (সোমবার) বেলা ২ টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এসময় তিনি বলেন চট্টগ্রাম-৮ আসনে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি হাতঘড়ি মার্কায় ভোট দেবেন। বিজয়ী হলে চট্টগ্রাম-৮ আসন এলাকায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা করে দেব। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য আর আপনাদের কষ্ট করতে হবে না। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দিন, মুসলিম সিকদার, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সিকদার, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হায়দার, মুহাম্মদ নেজাম উদ্দীন, আতিকুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

মন্তব্য করুন