নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের নির্বাচনি প্রচারণায় মুখরিত এলাকা। হাতঘড়ি প্রতীকের গণসংযোগ ও পথ সভা করেছেন তিনি।
আজ ২৫ ডিসেম্বর (সোমবার) বিকেলে কালুরঘাট, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, কাজীর হাট, কামাল বাজার, মৌলভী বাজার, ফেরীঘাট ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় হাতঘড়ি প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করা হয়। গণসংযোগ করার সময় শত শত নেতাকর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতে দেখা যায়।
ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার একটি বড় কারণ চান্দগাঁও, পাঁচলাইশ ও বোয়ালখালীর নির্যাতিত জনগণের পাশে থেকে কাজ করবো। নির্বাচিত হলে চট্টগ্রাম-৮ আসন মাদক নির্মূলে কাজ করব। চট্টগ্রাম-৮ আসনের জনগণ আমার সঙ্গে আছে। প্রচার সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ আরো বলেন, আমরা জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দিন, মুসলিম সিকদার, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সিকদার, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হায়দার, মুহাম্মদ নেজাম উদ্দীন, আতিকুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শাহজাহানসহ প্রমুখ নেতৃবৃন্দ।