নিউজ ডেস্ক

উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ

নিউজগার্ডেন ডেস্ক: স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। তাঁর ভূয়স্বী সাহসীকতায় বাংলাদেশ আজ বিশ্বের মাঝে রোল মডেল। সোনার বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রায় ‘একুশ’ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র আগামী ২৬ ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার দুপুর ৩টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মক্তমঞ্চ প্রাঙ্গণে ‘উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ, আয়োজন সহযোগী হোটেল গ্লোডেন হিল, পরিকল্পনায় সনাতনী সৃজন।
অনুষ্ঠানমালায় থাকছে মুক্তিযোদ্ধা সম্মাননা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, মূকাভিনয়, মঞ্চ নাটক, চিত্র প্রর্দশনী, উদ্যোক্তা সম্মাননা, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা, চট্টলার বাতিঘর এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, রাজনীতির বরপুত্র ব্যারিস্টার নওফেল মহোদয়ের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনী। এছাড়াও রয়েছে মৌলিক গান ‘জয় বাংলার জয় – নৌকার জয়’, গীতিকার হুমায়ুন চৌধুরী, সুরকার আলাউদ্দিন তাহের, শিল্পী সাব্বির জামান ও শাপলা পাল, মিউজিক কম্পোজিশন সাব্বির জামান-এর অসাধারণ ভিডিও প্রদর্শনী।

উদ্বোধনী পর্ব থাকছে বৃন্দ আবৃত্তি (প্রযোজনা: শিখা চিরন্তন; সম্পাদনা: রণধীর দে; নির্দেশনা: অনির্বাণ চৌধুরী জিকু; পরিবেশনায়: একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র), দলীয় সঙ্গীত (গান: জয় বাংলা বাংলার জয়; পরিবেশনায়: আর. কে. মিউজিক একাডেমি), দলীয় নৃত্য (গান: বঙ্গবন্ধুর সোনার বাংলা; কথা: রাসেল পাল; সুরকার: আর. কে. চক্রবর্তী জুয়েল; কণ্ঠ: আর. কে. চক্রবর্তী জুয়েল, প্রিয়াংকা দাশ, নেলী, দেবাশীষ, শুচিষ্মিতা, ঈশিকা, সুকান্ত; পরিবেশনায়: সুরাঙ্গনা বিদ্যাপীঠ ডান্স একাডেমি), বৃন্দ আবৃত্তি (প্রযোজনা: ক্ষীর নদীর খোকাখুকি; সম্পাদনা: শ্রাবণী দাশগুপ্তা; নির্দেশনা: অনির্বাণ চৌধুরী জিকু; পরিবেশনায়: একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র – শিশু বিভাগ)। আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন (সাবেক কমান্ডার, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ), বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ (ট্রাস্টি, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট, চট্টগ্রাম)। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা পাচ্ছেন ফিরোজা আমিন ফাউন্ডেশন, নবীন মেলা, তারুণ্যের সংশপ্তক, রক্তের আহ্বানে ও ডাকঘর।
যুক্তরাষ্ট্র সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটন মহোদয়ের সভাপতিত্বে ‘তারুণ্যের সংলাপ’-এ এক ঝাঁক তরুণের মুখোমুখি হচ্ছেন প্রফেসর ড. অনুপম সেন (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বর্ষীয়ান লেখক, উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম), ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল (শিক্ষা উপমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), আলহাজ্ব খোরশেদ আলম সুজন (সাবেক প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ), মশিউর রহমান চৌধুরী (বন ও পরিবেশ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ), মো. মাহবুবুল হক সুমন (সভাপতি, চট্টগ্রাম যুবলীগ), সাইফুল আলম বাবু (সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম) ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ)।
আয়োজনের ‘প্রকল্প কথন’ অংশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল অধ্যাপক ড. শ্যামল কর্মকার মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত থাকবেন মো. দিদারুল আলম (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম যুবলীগ), মো. সালাউদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ), ফারহান আহমেদ (সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি), মোহাম্মদ তারেক হায়দার বাবু (সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি; সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ), এম এইচ চৌধুরী লিমন (সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ) ও মহিউদ্দিন শাহ্ (যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর)।
অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম – শিশু বিভাগ (প্রযোজনা: সম্প্রীতির বাংলাদেশ, নির্দেশনা: সন্দীপন সেন একা); একক আবৃত্তিতে থাকবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ফারুক তাহের; আবৃত্তির নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী অনন্যা দেব (কবিতা: আমিই সেই মেয়ে – শুভ দাশগুপ্ত); একক নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী আনুষ্কা নাথ ও সৌরভ দাশ সিথি; মঞ্চ নাটক পরিবেশন করবেন কথক নাট্য সম্প্রদায় (নাটক: রয়েল বেঙ্গল টাইগার; রচনা: লিয়াকত আলী লাকী; নির্দেশনা: জয় প্রকাশ চৌধুরী); মূকাভিনয় পরিবেশন করবেন সাইলেন্ট থিয়েটার (প্রযোজনা: প্যালেস্টাইন; গ্রন্থনা ও নির্দেশনা: মেজবাহ চৌধুরী); একক সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী আর. কে. চক্রবর্তী জুয়েল, শাপলা পাল, রুম্পা চক্রবর্তী (রুপা), হ্যাপী দে ও ঋতোস্মিতা সাহা।

মন্তব্য করুন