
নিউজগার্ডেন ডেস্ক: বোয়ালখালী উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গত ২৪ ডিসেম্বর ’২৩ বিকাল ৪ ঘটিকায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান বেলাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আচার্য্য দীনেশ্ব চন্দ্র সেন রির্চাস সোসাইটি ভারতের সাধারণ সম্পাদক দেবকন্যা সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্ত্তী, সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত, গণসঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, শিক্ষক অলক কান্তি সেন, যুবলীগ নেতা মোহাম্মদ রোকুন উদ্দিন, মোহাম্মদ টিপু, শহীদ পরিবারের সদস্য অনুপ শীল, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত নন্তু, সুশান্ত দাশ গুপ্ত, সুপেন দাশগুপ্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান বেলাল হোসেন, বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ভাস্কর্য নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং বলেন তারকেশ্বর দস্তিদার আত্মবলীদানে ৯১ বছর পরে ভাস্কর্য নির্মাণ কাজে সহযোগিতা প্রদান করায় জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারু ইসলামকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০০০ সালে বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ভাস্কর্য আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের কোলকাতা কলেজ স্ট্রীটে নির্মাণ করা হলেও তাঁর জন্মভূমি বাংলাদেশে এত বছর পর্যন্ত ভাস্কর্য নির্মাণ করা হয়নি। ১৯৩৪ সালে ১২ জানুয়ারি জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টার দা সূর্যসেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ শাসকরা নিষ্টুর ও নির্মমভাবে রাত ১২ঘটিকায় চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেয়। ঐতিহাসিক বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের ফাঁসির মঞ্চে আত্মবলিদানকারী একজন অকুতভয় সাহসী বীরের স্মৃতির রক্ষার্থে ভাস্কর্য নির্মাণ কাজের শুভ উদ্বোধন করে আমি নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে পরম করুণাময় ¯্রষ্টার কাছে এ মহান ঐতিহাসিক ভাস্কর্য নির্মাণ কাজের সফলতা কামনা করি।