
নিউজগার্ডেন ডেস্ক: আজ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সনসহ তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র মুক্তি আন্দোলনে জাসাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ ২৭ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টায় জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনের নেতৃত্বে জাসাস কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণসহ স্থানীয় নেতৃবৃন্দ চট্টগ্রামস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাকির হোসেন রোকন বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য বর্তমান স্বৈরশাসকের পাতানো নির্বাচন বর্জন করে দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আমাদের জাসাস নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গণতন্ত্রের মুক্তির আন্দোলন ত্বরাণি¦ত করার উদাত্ত আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চলচ্চিত্র অভিনেতা এবি এম সোহেল রশিদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মামুনুর রশিদ শিপন, চট্টগ্রাম মহানগর আহবায়ক মুসা বাবলু, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক জসিম উদ্দিন, জাসাসের সাবেক কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, দক্ষিণ জেলা সদস্য সচিব নাসির উদ্দিন, উত্তর জেলা সহ-সভাপতি চলচ্চিত্র অভিনেতা আইয়ুব খান চৌধুরী, মির্জা মেশকাত হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আমান উল্লাহ পাপলু, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ জসিম উদ্দিন, মহানগর জাসাস নেতা আলী আজম, মাহমুদ জামিল, জাহেদ সুমন, মিরশ^রাই উপজেলা সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উত্তর জেলা সদস্য মোহাম্মদ সুমন বাপ্পিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা জাসাসের পঁয়তাল্লিশ বছরের পথ চলাকে সাধুবাদ জানিয়ে জাসাসের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।