নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের নির্বাচনি প্রচারণায় মুখরিত এলাকা। হাতঘড়ি প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ আজ ২৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে রাহাত্তারপুল, বড় কবরস্থান, বাদামতল, খাজা রোড, পাক্কা দোকান, সাবানঘাটা, আমিনেরদোকান, চৌধুরী স্কুল, পুরাতন চান্দগাঁও থানা, নাজীরবাড়ী, ফরিদারপাড়া, সুন্নীয়া মাদরাসা, বিবিরহাট, হামজারবাগ, আতুরারডিপো, হাটহাজারী রোড, আমিন কলোনী, মুরাদপুর ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় হাতঘড়ি প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গণসংযোগ করার সময় শত শত নেতাকর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতে দেখা যায়।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেন, উপস্থিত জনসাধারণের প্রতি ৭ জানুয়ারীর নির্বাচনে সবাইকে নিয়ে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে বলেন, যারা ‘ভোট হয় না’ বা ‘ভোট দিতে পারি না’ বলবে তাদের সাথে করে নিয়ে আসবেন। তারা তাদের ইচ্ছা মতো ভোট দিবে। আপনারা যারা হাতঘড়ির কর্মী সমর্থক তারা হাতঘড়িতে ভোট দেবেন।
এসব গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দিন, মুসলিম সিকদার, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সিকদার, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হায়দার, মুহাম্মদ নেজাম উদ্দীন, আতিকুর রহমান, তারেক, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শাহজাহানসহ প্রমুখ নেতৃবৃন্দ।