নিউজ ডেস্ক

আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য আটক

মোঃ ছরওয়ার কামাল: গত রাত ৪ টা থেকে ভোর ৫ টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোরেরা ফিরোজশাহ এলাকার দোতলা বাসার বেলকনির গ্রিলে লাগানো তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ-১ লক্ষ সতের হাজার টাকা, ১২.৫ ভরি স্বর্ণ, যার মূল্য প্রায় ১২,৫০,০০০/- টাকা ও ৩টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

বাদির এজাহারের ভিত্তিতে সিএমপি আকবরশাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান’র সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আশরাফুল করিম ও সহকারী পুলিশ কমিশনার মো: মঈনুর রহমান এর তত্ত্বাবধানে, আকবার শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবার এর নেতৃত্বে, এসআই/এইচ এম ওয়াহিদুল্লাহ, এসআই/মহসিন, এএসআই/ইসমাইল হোসেন ০৪/১২/২০২৩ খ্রি. চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আব্দুল্লাহ লোকমান প্রঃ লোকমান ও মোঃ জাহিদুল ইসলাম প্রঃ জিসানকে চুরি যাওয়া ১টি গলার নেকলেস, ১ জোড়া চুড়ি, ১ জোড়া কানের দুল, ৬টি আংটি, সর্বমোট ৬ ভরি ১১ আনা ৪ রত্তি স্বর্ণসহ আটক করেন।

আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে চুরি করে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

 

মন্তব্য করুন