নিউজগার্ডেন ডেস্ক: কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা আখতার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল এর সভাপত্বিতে আজ ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী,ব াংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আশরাফুল আলম আরজু, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তা।
সহকারি শিক্ষক তমিশ্ররা সেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কদম মোবারক সি/ক প্রধান শিক্ষক টিংকু কুমার ভূমিক, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মঞ্জুর হোসেন, দিদারুল আলম, কোতোয়ালী থানা আওয়ামীলীগ নেতা আব্দুল মোনায়েম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেকান্দর হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হায়দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসহাক, তথ্য ও গবেষণা সম্পাদক সামশুল আলম, সদস্য কাজী হেলাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি সাইফুল বারী চৌধুরী বাপ্পী, সাবেক সহ-সভাপতি জয়নাব বেগম, আনিস আহমেদ মনি, সাকিল হেলাল, নাহিদ চৌধুরী মাহমুদ, এডভোকেট সঞ্জয় ভূমিক, ছৈয়দ জুয়েল, জসিম মঞ্জু, মো: রাসেল, কাজি মিটু, সদস্য রুবেল বড়ুয়া, মলিন ঘোষ, মোঃ শাহজাহানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মনোয়ারা আখতার এর বিদায় সংবর্ধনা উপলক্ষে সম্মানা স্মারক, মানপত্র, উপহার তুলে দেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আ.জ.ম নাছির উদ্দীন বলেন, এক সময় প্রাথমিক শিক্ষার্থীরা ব্যাগ ছাড়া পলিথিনে বা হাত করে বই নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতো। শিক্ষার্থীরা বিদ্যালয় ইউনিফর্ম পরিধানে কোন মনযোগ ছিল না। বর্তমানে প্রাথমিক শিক্ষার্থীরা পরিপাটি হয়ে সুন্দর বিদ্যালয় ইউনিফর্ম ও ব্যাগ নিয়ে বিদ্যালয় আসে। বর্তমান সরকার পুরাতন বিদ্যালয় ভবন ভেঙ্গে নতুন আকর্ষণীয় বিদ্যালয় নির্মাণ করেছে। প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামেরা ও শিক্ষার্থীদের এই পরিবর্তনে বোঝা যায় বাংলাদেশে মানুষের জীবন যাত্রারমান বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা চালু রাখতে হলে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে এবং আগমী নির্বাচনে নৌকার বিজয়ে সহযোগিতা করতে হবে।