নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা হাসিনা খাতুন’র নাগরিক শোক সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: কবি লেখক বীর মুক্তিযোদ্ধা সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ ‘হাসিনা খাতুনে’র মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে বিকাল সাড়ে ৩টায় নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে শোকসভা গতকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়।
শোকসভা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চার কেন্দ্রীয় নেতা গণমুক্তি ইউনিয়নের আহবায়ক কমরেড নাসির উদ্দীন আহম্মদ নাসু, শোকসভা কমিটির চেয়ারম্যান কমরেড রাজা মিঞা, কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা, কমিনিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমরেড ইমাম গাজ্জালি, মুক্তিকাউন্সিলের জেলা সমন্বয়ক এড, ভূলন ভৌমিক, বাসদের চট্টগ্রাম জেলা সমন্বয়ক আলকাদের জয়, বাসদ (মার্কবাদী) আহ্বায়ক এড. শফিউদ্দিন কবির আবিদ, ন্যাপ নেতা নাজিম উদ্দিন, এবং শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক শিবপ্রসাদ শূর, গণ সংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সন্ময়ক হাসান মারুফ রুমি, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রজ্ঞা আহমদ জ্যোতি।
পরিচালনা করেন শোকসভা কমিটির সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম সাদা। হাসিনা খাতুনের জীবনী পাঠ করেন হাসিনা খাতুনের নাতি বিদ্য আহম্মদ প্রাপ্তি। বক্তারা বলেন হাসিনা খাতুনের লেখালেখির হাতেখড়ি সেই কৈশোরকাল থেকে। মৃত্যুর ১ মাস আগেও সেই লেখালেখি চালিয়ে গেছেন। তিনি আত্মবিশ্বাসী ও প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি নারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। প্রগতিশীল রাজনীতিতেও ছিলেন সক্রিয়।দেশে থেকে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নিজেই স্বীকৃতি নামক এক পত্রিকা সম্পাদনা করেন। অত্যন্ত ঝুঁকি জেনেও শেষ বয়সে যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী দিয়েছেন। এরকম উদ্যোগী, সাহসী ও লড়াকু মানুষেরই আজ বড় প্রয়োজন।

মন্তব্য করুন