হাতঘড়ি প্রতীকের পক্ষে মামুন জোয়ার্দ্দারের গণসংযোগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের প্রতীক কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুল হুসাইন (মামুন জোয়ার্দ্দার) বলেছেন, এদেশের মানুষ গত দুইটি নির্বাচনে তাদের নাগরিক অধিকার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য দক্ষ প্রার্থীকে নির্বাচিত করে অধিকার হরণের সমুচিত জবাব দিন। আমাকে নির্বাচিত করলে আপনাদের সুসময় ও দুঃসময়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আজ ৩০ ডিসেম্বর চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন হাতঘড়ি প্রতীকের পক্ষে টেরী বাজার, আন্দরকিল্লা, কোতোয়ালী, সিরাজদৌল্লাহ রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী এস ইউ শাহীন, সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন,  মুসলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ কাজল চক্রবর্তীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন