নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয়েছে। নিজেদের মধ্যে ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ে সাংবাদিকদের অন্যতম সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ ৩১ ডিসেম্বর সাগরের তীরে নিরিবিলি ফার্মসে দৃষ্টিনন্দন প্রকৃতির মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন চলছে। নিজ নিজ বাহনে ৭৬ জন সাংবাদিক এতে অংশ নেন। প্রকৃতির নির্মল সান্নিধ্যে এ বনভোজনের আয়োজন অনেকটা শান্তির পরশ বয়ে আনে সাংবাদিকদের মাঝে। চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। র্যাফেল ড্র আর কমন পুরস্কারে নানাভাবে আনন্দ উপভোগ করেন সাংবাদিকেরা। সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে বনভোজন চলছে।
খবরটি পড়েছেনঃ ৬১