নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি ২০২৪ইং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ফটিকছড়ির দুইটি থানাধীন ২টি পৌরসভাসহ বিশটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৫৬৪৮৭ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩৯৯০২, মহিলা ভোটার ২১৬৫৮২ ও হিজড়া ০৩ জন। আওয়ামী সমর্থিত ও স্বতন্ত্রসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহন করে স্ব স্ব প্রতীক নিয়ে জনসংযোগ, প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামী সমর্থিত নৌকা মার্কা নিয়ে খাদিজাতুল আনোয়ার (সনি), আওয়ামী নেতা স্বতন্ত্র প্রার্থী এইচএম আবু তৈয়ব তরমুজ মার্কা, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা মার্কা, মোঃ শাহাজান ঈগল পাখি মার্কা, সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ আল মাইজভান্ডারী একতারা মার্কা, হামিদ উল্লাহ মোমবাতি মার্কা, মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী ফুলকপি মার্কা ও শফিউল আজম লিটন লাঙ্গল মার্কা নিয়ে প্রত্যেকেই প্রতিটা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় লিপ্ত রয়েছেন। সরেজমিনে কয়েকজন ভোটারদের কাছে জানতে চাইলে তারা জানান, দ্বিমুখী প্রতিযোগিতা চলছে, হয়ত আরও কয়েক দিনের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে। তারা আরও জানান, ভোট কেন্দ্রে ভোটারদের আগমন দেখতে পেলে সঠিকভাবে ধারণা করা যেত।