ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিউজগার্ডেন ডেস্ক: উপজেলা ফটিকছড়ির ধুরুংহালদা খালের কুম্ভায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। জানা যায, সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর গ্রামের মৃত হারুনুর রশিদের পুত্র মো: এরশাদ (৩৭) জাল নিয়ে মাছ ধরতে গেলে নিখোঁজ হয়। অনেক তল্লাশির পর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ যুবককে গভীর কুম্ভা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এই সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত যুবক এরশাদ স্ত্রী, দুইটি শিশু সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। নিহত এরশাদ দর্জির সেলাই কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে তার পরিবার সূত্রে জানান। গত ২৫ ডিসেম্বর দিনে উক্ত ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের সদস্যরা জানান। এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো: শাহনেওয়াজ ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন