ফটিকছড়িতে দ্বিমুখী প্রতিযোগিতার সম্ভাবনা, প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন-২৪ আর মাত্র ৭ দিন বাকি। উপজেলা ফটিকছড়িতে ৮ জন প্রার্থীর মধ্যে কেউ কেউ জোরা দ্বিমুখী প্রতিযোগিতা চলছে বলে জানান। সরেজমিনে ভোটারদের কাছে জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, খাদিজাতুল আনোয়ার সনি নৌকা মার্কা ও আওয়ামী নেতা স্বতন্ত্র প্রার্থী এইচ,এম আবু তৈয়ব তরমুজ মার্কার মধ্যে দ্বিমুখী প্রতিযোগিতা চলছে। অপরদিকে মাইজভান্ডার দরবার শরীফের দুই প্রার্থী যথাক্রমে বাংলাদেশ তরিকত ফেডারেশন এর চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহাম্মদ আল মাইজভান্ডারী এর মধ্যে দ্বিমুখী প্রতিযোগিতা দেখা দিয়েছে। এদিকে নৌকা মার্কার প্রার্থীর ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর কাছে জানতে চাইলে, তিনি জানান কেন্দ্রীয়ভাবে কোন লিখিত আদেশ প্রার্থী বা আমি পাই নাই। উপজেলা ফটিকছড়ির আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোট শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বলে জানান। অপরদিকে প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি জানান, তিনিও কোন কেন্দ্রীয় লিখিত আদেশ পায় নাই। তার জয় সুনিশ্চিত বলে নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারণা থেকে ঘরে ফিরতে নারাজ। অপরদিকে ৮জন প্রার্থীদের মধ্যে স্ব স্ব প্রার্থীদের সমর্থক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন