অবৈধ তফসিল ও ডামি নির্বাচন বয়কট করেছে ছাত্রসমাজ: আসিফ চৌধুরী লিমন

দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমনের নেতৃত্বে প্রতিবাদ র‍্যালী।
র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতা লিমন বলেন দেশের কোটি তরুণ ও ছাত্র সমাজ অবৈধ সরকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন,রাতের ভোটের নির্বাচন এবং ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে আগামী নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়বে।’ দেশের শিক্ষা ব্যবস্থাকে ফেরিওয়ালার ঝুনঝনি বিক্রির পর্যায়ে নিয়ে গিয়েছে এবং শিক্ষাকে ব্যবসায় পরিনত করে সুপরিকল্পিতভাবে দেশ ও জাতিকে ধ্বংসের দারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।ভোট ও ভাতের অধিকার আদায়ে ছাত্রদল রাজপথে আছে এবং তারেক রহমানের নেতৃত্বে অধিকার আদায়ে বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিলাম এই দেশ ও জাতি হায়েনা মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্রদলের সংগ্রাম চলবে।এতে চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড ও কলেজ পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সোমবার ১ জানুয়ারি ২০২৪।

#StepDownHasina
#RestoreCaretakerGovt
#FreeDemocracy

মন্তব্য করুন