নিউজ ডেস্ক

চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা মো: ইলিয়াছের হাতঘড়ি প্রতীকের গণসংযোগ

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীকের প্রার্থী পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ হাতঘড়ি প্রতীকের গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় তিনি বলেছেন, নির্বাচনে জয়ী হলে তার কাজ হবে রাস্তাঘাট নির্মাণ। আমি নির্বাচিত হলেই আমার কাজ হবে মানুষের দু:খ দুর্দশা লাঘব করা। আমার হাতে কোনো রক্তের দাগ নেই। আমি সারাজীবন আদর্শ ধারণ করে রাজনীতি করেছি। মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি আমার থেকে কারো বেশী ভালবাসা নেই, আমি দেশের মানুষকে আমার প্রাণের চেয়েও বেশী ভালবাসি, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমার হাতঘড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, দেখবেন আপনাদের কাংখিত কাজ আমিই করতে পারবো। আমি দেশের জন্য কিছু করতে চাই।

আজ ২ জানুয়ারী (মঙ্গরবার) বিকেলে নগরীর কালুরঘাট, কামাল বাজার, চৌধুরী পাড়া, বান্যা পাড়া, অনন্যা আ/এ, ওয়াজেদীয়া, নয়াহাট, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক,  অক্সিজেন, কয়লার ঘর, আতুরার ডিপো, রৌফাবাদ, হামজার বাগ, বিবির হাট, মোহাম্মদপুর, মুরাদপুর,
ফরিদের পাড়া, তালতলা, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করা হয়। গণসংযোগ করার সময় শত শত নেতাকর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতে দেখা যায়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত জনসাধারণের প্রতি ৭ জানুয়ারীর নির্বাচনে সবাইকে নিয়ে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে বলেন, যারা ‘ভোট হয় না’ বা ‘ভোট দিতে পারি না’ বলবে তাদের সাথে করে নিয়ে আসবেন। তারা তাদের ইচ্ছা মতো ভোট দিবে। আপনারা যারা হাতঘড়ির কর্মী সমর্থক তারা হাতঘড়িতে ভোট দেবেন। আমি মাদকমুক্ত সমাজ গড়বো। আমি একটা সুযোগ চাই, আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি।

এসব গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ সাজিদ ইকবাল, সহ-সভাপতি মহিউদ্দিন, মুসলিম সিকদার, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হায়দার, আলমগীর, মুহাম্মদ নেজাম উদ্দীন, মাহাবুবুল আলম, মো: সোহেল মো: ইয়াছিন, মো: কামাল, আতিকুর রহমান, তারেক, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শাহজাহানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন