নিউজ ডেস্ক

চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: বক্তব্যের শুরুতে তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্য আতœত্যাগকারী জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গীকৃত সকল শহীদদের স্মরণ করেন। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাটহাজারীর সাবেক সংসদ সদস্য এম এ ওহাব, এস এম জামাল উদ্দিন, বিএলএম কমান্ডার এস এম কামাল উদ্দিন, হাটহাজারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাবেক সভাপতি ডাঃ মুজিবুল হক, সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম নুরুজ্জামান, দানবীর মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সকল প্রয়াত নেতৃবৃন্দকে। একই সাথে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আতœদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী ৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৫ (সংসদীয় আসন-২৮২) হাটহাজারী-বায়েজীদ (আংশিক) আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছি। এ পর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে।

আপনারা জানেন, শত প্রতিকূলতা সত্ত্বেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য আমাদের আস্থার প্রতীক জননেত্রী শেখ হাসিনা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আম্রা দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে আশা করি আপনারা অনেকেই অবগত আছেন। তারপরও এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা দেওয়ার প্রয়োজন বোধ করছি। মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে চাই বলে আশির দশকে দেশে যখন স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে, তখন স্কুল জীবন থেকেই খুব ছোট পরিসরে আমি আমার রাজনৈতিক যাত্রা শুরু করি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপিঠে রাজনীতির বৃহৎ আঙিনায় প্রবেশ করি।

আরো বলা হয়, রাজনৈতিক পরিক্রমায় একটা দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। ঐ সময় ‘‘সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্র ঐক্য’’ গঠন করে হিংস্্রতায় অবরুদ্ধ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে আমরা মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে সেই সবুজ ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্যতা ফিরিয়ে আনতে সক্ষম হই। পরবর্তীতে ধারাবাহিকভাবে বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন মেয়াদে নানান পদে দায়িত্ব পালনের মাধ্যমে অজস্্র চড়াই-উতরাই পেরিয়ে আমি আজ এ পর্যায়ে এসে পৌছেছি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে আমার জন্মস্থানের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন