চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তারে দীপ্তি ও শাহেদের প্রতিবাদ

নিউজগার্ডেন ডেস্ক: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ৪৮ ঘন্টার হরতালকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা যুবদল নেতা সাইফুল ইসলাম রনিকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করে গায়েবি মামলায় কারাগারে প্রেরণ করায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় শনিবার (৬ জানুয়ারী) যৌথ এক বিবৃতিতে বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। মামলা, হামলা ও জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়ে ডামি নির্বাচন বর্জন ও দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না।

ভোটের নামে ‘বানর খেলা’র আসর বর্জনের আহ্বানে দেশব্যাপী লাগাতার ৪৮ হরতালের প্রথম দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করে এই অবৈধ সরকারের অধীনে একতরফা ডামি নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে আকবর শাহ থানা যুবদল নেতা সাইফুল ইসলাম রনিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মন্তব্য করুন