নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহাম্মদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজগার্ডেন ডেস্ক: নাসির উদ্দীন চৌধুরী নাছিমের পিতা, রাঙ্গুনিয়া থানার ৩নং দক্ষিণ শিলক ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) মরহুম জনাব ছালেহ আহাম্মদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল নিজ বাসভবনে পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তাগণ মরহুম ছালেহ আহাম্মদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের সততা, দক্ষতা, আন্তরিকতা ও বিভিন্ন মানবিক গুণাবলি তুলে ধরেন। তাঁর এ মৃত্যুবরণ ছিল দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অনুষ্ঠানে বক্তাগণ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং পরিবারের সকল সদস্যের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইউনিয়নের মেহেদী তালুক গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ চৌধুরী গত ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। ৭ জানুয়ারী দাফন সম্পন্ন করা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৯ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ জুমা জানাজার নামাজ শেষে মেহেদী তালুক পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানীর নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সিসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছিল।

মন্তব্য করুন