সিনিয়রস ক্লাব প্রেসিডেন্ট মানিক বাবলুকে চট্টগ্রাম সমিতি কানাডার অভিনন্দন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো ঃ চিটাগং সিনিয়র’স ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মানিক বাবলুকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সমিতি কানাডার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মনজুর চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, আপনার এ অভাবনীয় জয় মাইলফলক হয়ে থাকবে। মানিক বাবলুর সততা, ন্যায়-নিষ্টতা, কঠোর পরিশ্রম ও চৌকস নেতৃত্বে ঐতিহ্যবাহী এ ক্লাবটি আরও বহুদুর এগিয়ে যাবে। নেতৃবৃন্দ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন