নিউজগার্ডেন ডেস্ক: নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির জরুরি সাধারণ সভা ১৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭ টায় নাসিরাবাদ ওমরগণি মোড়স্থ ‘হোটেল আল আকসা’ মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চিকিৎসক বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ডাঃ মাসুদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব ৭৭ ব্যাচের ছাত্র এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর সভা সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সংগঠনের বিগত কর্মকা-ের পর্যালোচনা, সদস্যদের মতামতে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা সংশোধন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ মুজিবুর রহমান, মোসলেম উদ্দিন, মোঃ সিরাজুল আলম, প্রফেসর জয়নাল আবেদীন, জাবেদ হায়দারুল ইসলাম, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির কন্ট্রোলার সরকার কামরুল মামুন, দেওয়ান মোঃ আকতার হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, জুবায়ের রহমান, গাজী সালাহ উদ্দিন, শরীফ উদ্দিন, এহেতেশামুল হক জাবেদ, শওকত বাঙালি, ফেরজুল ইসলাম, মঈনুদ্দিন হাসান, সামস মো. জিয়াউল হক, সৈয়দ আ. আজিজ, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, সাহেদ হোসেন টিপু, প্রমুখ।
পরবর্তীতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৭৬ ব্যাচের ব্যারিষ্টার মনোয়ার হোসেনকে আহবায়ক, ৮৮ ব্যাচের মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুকে সদস্য সচিব, সরকার কামরুল মামুন (ব্যাচ ৮৪), মোঃ তোফাজ্জল হোসেন (ব্যাচ ৮৫) ও শওকত বাঙালি (ব্যাচ ৯৫)কে যুগ্ম আহবায়ক, ডাঃ শেখ মুজিবুর রহমান (ব্যাচ ৭৮), প্রফেসর জয়নাল আবেদীন (ব্যাচ ৮২), জাবেদ হায়দারুল ইসলাম (ব্যাচ ৮৪), ইকরামুল হক (ব্যাচ ৮৮), আলী ওসমান রাজু (ব্যাচ ৯৪), সামস মো. জিয়াউল হক (ব্যাচ ৯৫), এডভোকেট কাজী মো. আশরাফুল হক আনসারি (ব্যাচ ২০০০), এডভোকেট শফিকুল আলম স্বপন (ব্যাচ ২০০১), সাফাওয়াত আহমেদ চৌধুরী সামিন (ব্যাচ ২০১৮)কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে নতুন আহবায়ক ও সদস্য সচিব নাসিরাবাদ স্কুলের সকল প্রাক্তন ছাত্রদের প্রাণের সংগঠন প্রাক্তন ছাত্র সমিতির কর্মকা-ে উপস্থিত থেকে সংগঠনের আগামীর পথচলায় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।