মুনিয়া মুন
তোমার চোখে হাজার প্রশ্ন
হাজার তারার খেলা ,
আমি অপ্রস্তুত হয়ে উত্তর খুঁজি
যায় যে সারা বেলা ।
তোমার মন ভেংগে আমি যে ঘর বেঁধেছি
তার ছাদ দিয়ে সূর্য দেয় উঁকি,
আমি সূর্যের উত্তাপ মুঠোয় ভরে
তোমারি উষ্ণতা খুঁজি।
দিশেহারা তুমি অবুঝের মতো
চেয়ে থাকো ভেজা চোখে,
প্রকৃতি কত নির্মম হলে
এত ব্যাথা লাগে বুকে ,
আমার চেয়ে তীব্র কষ্ট নিয়ে
তুমি কি আছো অনেক সুখে?
প্রশ্নরা সব এলোমেলো করে দেয় আমাকে
তোমাকে ফিরিয়ে দেয়ার উত্তর তবু সে দেয় না ,
তোমার কাছে ফিরে যাবার অস্থিরতা
সেটুকু তবু সে অনুধাবন করে না।
তোমাকে না পাওয়ার কষ্ট ভুলে থাকা
তোমার প্রশ্নের উত্তর না দিয়ে থাকা ,
তোমার ডাকে ছুটে যাওয়ার ইচ্ছে না থাকা
সেগুলো তো আমি নই কোনৃ.
আমার অশরীরী কিছু বাঁধা দেয় সবকিছুতে
তোমার কাছে যেতে,তোমার উত্তর না দিতে,
তোমার ভেজা চোখের দিকে না চাইতে।
তুমি রোজ খেলা করো আমার মনের আকাশে
আমি সেখানে হাজার প্রশ্ন তারার বাগান সাজিয়েছি,
তোমার সকল উত্তর সেখানেই তুমি পাবে
যেখানে তুমি আমি একদিন হয়ে যাবো নিরুদ্দেশ