নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের গর্বিত সংগীত শিল্পীদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ সংবর্ধনার আয়োজন করেছে। এ উপলক্ষে গতকাল ২১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৫টায় লুসাই ভবনস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা বিশিষ্ট সাংস্কৃতিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সংগঠনের উপদেষ্টা ও রাজনীতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দীপক কুমার পালিত, চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়নের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মিয় গুরু দিপানন্দ ভিক্ষু, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় নেতা কবি সুলতান আহমদ কমল, বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও সংগীত পরিচালক আর. কে চক্রবর্তী জুয়েল, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী জয় দত্ত দীপ্ত, সালাউদ্দীন কাদের মানিক, সংগীত শিল্পী রুবেল চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, সাংস্কৃতিক কর্মী আব্দুল হামিদ, জুয়েল দ্বীপ ও কেশব দাশ অগ্নী প্রমুখ।
সভায় আগামী ২৭ জানুয়ারি (শনিবার) নগরীর বায়েজিদ লিংক রোডস্থ গার্ডেনভিউ পার্কে চট্টগ্রাম থেকে যে সব শিল্পী বাংলাদেশ টেলিভিশনে স্থান পেয়েছেন তাদের জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেন।