নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শকে এদেশের মানুষ সারা জীবন স্মরণ রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটে গিয়েছিলেন। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়নে মাইলফলক ছিল। কিন্তু দেশে-বিদেশি ষড়যন্ত্রে এই চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে সফল রাষ্ট্রনায়ক হিসাবে শহীদ জিয়ার নাম এদেশের মানুষে অন্তরে গাঁথা থাকবে। তিনি আজ রবিবার (২১ জানুয়ারী) শহীদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম এর উদ্যোগে সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম এর উদ্যোগে ২১ জানুয়ারি ২০২৪ ইং রবিবার বিকেলে নগরীর নাসিমন ভবন সংলগ্ন মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন,ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা জসিম উদ্দিন , ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, ৮৮ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এবং ড্যাব চমেক শাখার যুগ্ম সম্পাদক ডা. মিনহাজুল আলম, ড্যাব চমেক শাখার সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবিব তান্না, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নাসিমন ভবন সংলগ্ন মসজিদের পেশ ইমাম কারী মাওলানা এহসানুল হক।