চট্টগ্রামে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় ভবনে কাজ করার সময় দড়ি ছিঁড়ে থেকে পড়ে রাজীব দাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ইকুইটি মিলেনিয়াম নামের একটি ভবনের ৭ তলা থেকে খালে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজীব দাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক বলেন, ইকুইটি মিলেনিয়াম নামের একটি ভবন ভাঙার কাজ চলছিল।
ভবনের বাইরে দড়ি ঝোলানো অবস্থায় এসি খুলছিল রাজীব। হঠাৎ দড়ি ছিঁড়ে খালে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন