নিউজ ডেস্ক

আবুল হাশেম বক্কর সহ ৮ নেতার আগাম জামিন

নিউজগার্ডেন ডেস্ক: বিগত ০২ নভেম্বর ২৩ইং কোতোয়ালী থানায় পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ছয় সাপ্তাহের আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের ০৮ নেতাকর্মী।

বুধবার (২৪ জানুয়ারি) ২৪ইং হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, ও বিচারপতি কাজী এবাদত হোসাইনের আদলত শুনানি শেষে এ আদেশ দেন।

আগাম জামিন প্রাপ্ত নেতাকর্মীরা হলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এন মোহাম্মদ রিমন, বিএনপি নেতা সৈয়দ তসলিমুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য শাহারিয়ার আহমদ, সদরঘাট থানা ছাত্রদলের আহবায়ক মো. ইউনুছ মিয়া জুয়েল।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসাইনের আদলতে জামিন আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান, এড. আবদুল মান্নান প্রমূখ।

মন্তব্য করুন