নিউজগার্ডেন ডেস্ক:
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের সম্মাননা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমান সমাজ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তার থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের আলোকিত মানুষগুলোকে সামনে এগিয়ে আসতে হবে। সামাজিক সভ্য সংস্কৃতি আজ প্রায় ধ্বংসের মুখে। আমাদের তরুণ প্রজন্ম অস্থির সময় পার করছে। ভিন্ন সংস্কৃতির আগ্রাসনে দোলাচলে ভাসছে, বিভ্রান্ত হচ্ছে। ভালো-মন্দ বিচার করতে গিয়ে সংকটে পড়ছে। সঠিক পথ বেছে নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণের দিকনির্দেশক হতে পারেন আলোকিত মানুষেরা। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সব অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হলো সুস্থ সংস্কৃতিচর্চা। তাই সব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তিনি বলেন, চট্টগ্রাম সংস্কৃতি চর্চায় অনেক দূর এগিয়ে, তারা যদি পৃষ্ঠপোষকতা পায় তারা দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
তিনি আজ চট্টগ্রাম নগরীর ২৪ পার্ক ভিউ গার্ডেন এ দিনব্যাপি অনুষ্ঠানের ২য় পর্বের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
আজ ২৭ জানুয়ারী ২০২৪ (শনিবার) জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম এর আয়োজনে সারাদিন ব্যাপি-বিটিভিতে চূড়ান্ত তালিকায় স্থান প্রাপ্ত প্রায় শতাধিক স্বনামধন্য সংগীত শিল্পীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামস্থ বায়েজীদ লিংক রোড, ২৪ গার্ডেন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্কে সকাল ১১ টায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন।
বিশিষ্ট সাংস্কৃতিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ এর সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম-পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অগ্রণী ব্যাংক চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার প্রধান ও সহমহাব্যাবস্থাপক বিজয় বড়–য়া, সংগীত শিল্পী ও শিল্পপতি রিয়াজ ওয়াইজ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক চট্টগ্রামের পাতার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর।
।দিনব্যাপী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্পীদের সুস্থ ধারার সংগীতচর্চায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা গানের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় চলছে সংগঠনের কার্যক্রম। নানা আয়োজনে সাজানো এ অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে চলে রাত পর্যন্ত।
উপস্থিত ছিলেন, ২৪টিভি, দৈনিক চট্টগ্রামের পাতার সম্পাদক তাইফুর রিয়াজ, দৈনিক শাহআমানত এর সিইও শামসুল কবীর শাহীন, দৈনিক চট্টগ্রামের পাতার নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, এলএফ কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, শিল্পী সংবর্ধনা কমিটির আহবায়ক আর. কে. জুয়েল, সদস্য সচিব এস. কে. মানিক, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়নের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মিয় গুরু দিপানন্দ ভিক্ষু, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় নেতা কবি সুলতান আহমদ কমল, আয়মান ওসমান, শিল্পী জয় দত্ত দীপ্ত, রুবেল চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, ইমতিয়াজ ফারুকী, জুয়েল দ্বীপ, শিল্পী মৌ: চৌধুরী, নুপুর আকতর, সোমা মুৎসুদ্দি, এমরান সোহেল, রতন বড়–য়া, ফাহমিদা রহমান, ত্রিদিব কুসুম বড়–য়া, আমিনুল হক লিটন, সুধামা দাশ সুজন, মন্টি সরকার, পিউ ঘোষ, বিপুল দাশ, রাজু দাশ, আর্শপা সূত্রধর, বেবী মজুমদার নূপুর, ইসলাম, তাহেরা শারমীন, পিনকি মল্লিক ফিমো, মো. আবু ইউছুফ সন্দীপী, এ. কে এম মফিজুল হায়দার, কুনসুমা বেগম, আফফান আলিফ হোসাইন, ফারিয়া নিপুন, ফারজানা আফরোজ, তানিয়া সুলতানা, সুপর্না মুৎসুর্দ্দী, প্রিয়াংকা, টিউলিপ, রাধা রানী চৌধুরী, এসডিপি পপি আকতার, সাজীম, মো. ইকবাল, শহিদুল ইসলাম রনি, মো. শিহাব উদ্দিন, আবদুর রহিম, ছাত্রনেতা সুমন বড়–য়া, সূফি মোহাম্মদ ইউসুফ, সোহান বিন জামাল উদ্দিন, মুহাম্মদ শাহাদাত হোসেন, জিএম মহিউদ্দিন বুলবুল, মো. কামাল হোসেন, ঝিনু রানী দাশ, নন্দীনি দাশ, সুনন্দা দাশ, রাধেশ্যাম দাশ, উত্তম কুমার দাশ, সুমিতা চৌধুরী, অশোক চৌধুরী, এয়াকুব আলী, রানা বড়–য়া, মোহাম্মদ জসিম, শিহাব আহমদ, পারুল, রানা, মো. মাবজুলুর বারী খসরু, এস এম পারভেজ, আবদুল কাদের, এস এম ফারুক, অরুন দাশ, ফারুক আহম্মদ, শ্যামল ভট্টচার্য্য, আসমাউল হোসনা, জান্নাতুল ফেরদৌস, মিজানুর রহমান, তিথি সাহা, বাবো সাহা, নাজু সাহা, এস এম জয় ও মো. মুরাদ হাসান প্রমুখ। সবশেষে বিটিভির প্রায় শতাধিক সংগীত শিল্পী ও সংগীত পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি।আয়োজকরা জানান, পুরো দেশে ছড়িয়ে থাকা সংগীতপ্রেমীদের মধ্যে একাত্মবোধ ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে ভবিষ্যতেও এভাবেই কাজ করে যাবে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ। আয়োজকরা মনে করেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে দেশের মাটিতে সংগীতকে যথাযথ সুউচ্চ স্থানে পৌঁছানো সম্ভব।
তালিকাভূক্ত শিল্পীবৃন্দ:- ১/ দেবাশীষ চৌধুরী ২/ রুবেল চৌধুরী ৩/ আনিকা দাশ চৌধুরী ৪/ উচ্ছ্বাস বড়ুয়া ৫/ অঙ্কিতা আচার্য্য ৬/ বেবী দাশ মজুমদার নুপুর ৭/ মনি সেন ৮/ স্বস্তিকা দাশ ৯/ প্রিয়া ভৌমিক ১০/ পৃথূলা বিশ্বাস ১১/ নিশা চক্রবর্তী ১২/ সমাপ্তি বড়ুয়া ১৩/ ঋতু সাহা ১৪/ অমিত আচার্য্য ১৫/ কৌশিক দত্ত ১৬/ কেয়া লাহাড়ি ১৭/ সুমিত্রা বিশ্বাস ১৮/ সুশান্ত চৌধুরী শুভ ১৯/ কেয়া দাশ চৌধুরী ২০/ দিলীপ বড়ুয়া ২১/ ঐন্দ্রিলা চৌধুরী ২২/ জুসি বড়ুয়া ২৩/ জয় দত্ত দীপ্ত ২৪/ গিয়াস উদ্দিন কাজল ২৫/ জুলিয়ানা ছাদেক সুমা ২৬/ সুরঞ্জন মুৎসুদ্দি ২৭/ চন্দনা চক্রবর্তী ২৮/ হিরন্ময় আচার্য ২৯/ দীপংকর চক্রবর্তী ৩০/ চন্দন বড়ুয়া ৩১/ সুকুমার দে ৩২/ সুচয়ন দে ৩৩/ রাজীব মজুমদার ৩৪/ ফাল্গুনী মজুমদার ৩৫/ শারমিন চৌধুরী ৩৬/ স্নিগ্ধা দাশ পূজা ৩৭/ উম্মে কাউসার নিঝুম ৩৮/ ঐশী রক্ষিত ৩৯/ সৈয়দা হুজ্জাতুন নূর ৪০/ মোহাম্মদ সাইফুদ্দিন ৪১/ উম্মে সালমা তানিয়া ৪২/ সুরঞ্জিত রায় চৌধুরী ৪৩/ বিবরণ কান্তি দাস ৪৪/ শিমলী দাশ ৪৫/ আসমা আরা পারভিন ৪৬/ সুপর্ণা বড়ুয়া ৪৭/ তাপস চৌধুরী ৪৮/ অর্পিতা দেবী দোলা ৪৯/ রুম্পী চৌধুরী ৫০/ শ্রাবন্তী শীল ৫১/ মানিক নন্দী ৫২/ নোবেল আচার্য্য ৫৩/ নাজরাতুন নাঈম তিভা ৫৪/ আর.কে. জুয়েল ৫৫/ এস কে মানিক ৫৬/ ইফতেখাব মান্না ৫৭/ রনি গুহ ৫৮/ ইশিতা পাল ৫৯/ থোয়াইমং প্রু মারমা ৬০/ লূপর্ণা মূৎসূদ্দী লোপা ৬১/ হিমেল মন্ডল ৬২/ দোলা দেব ৬৩/ নুসরাত ইয়াসমিন ৬৪/ ফাতেমা জান্নাত ৬৫/ অর্চনা সিংহ ৬৬/ হাসান জাহাঙ্গীর ৬৭/ সুপ্রিয়া লাকি ৬৮/ সুমন আচার্য ৬৯/ শুভার্থী চৌধুরী ৭০/ নিলুফার ইয়াসমিন চৌধুরী ৭১/ অনিমেষ চক্রবর্তী ৭২/ শাপলা পাল ৭৩/ মৌমিতা বড়ুয়া ৭৪/ পাপড়ি বৈরাগী ৭৫/ সাগ্নীক দাশ (রুপ) ৭৬/ শিমুল কান্তি রায় ৭৭/ জাকিয়া সোলতানা মেরী ৭৮/ শুভাগত চৌধুরী ৭৯/ সুমিএা বিশ্বাস ৮০/ সীমা পাল ৮১/ পূজা ভঞ্জ ৮২/ লিটন সেন ৮৩/ মিঠুন চক্রবর্তী শিল্পী ৮৪/ এমিলি দাশ ৮৫/ কান্তা দে ৮৬/ প্রমি ভূঁইয়া!