
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ কাল ১ ফেব্রুয়ারী ২০২৪খ্রি. (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের মাননীয় বিচারপতি বোরহানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ মহোদয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেল ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য। এছাড়াও চট্টগ্রামের সকল বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত ভোজ অনুষ্ঠানে সমিতির বিজ্ঞ সদস্যদের উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এ. এস. এম. বজলুর রশিদ অনুরোধ জানিয়েছেন।
খবরটি পড়েছেনঃ ৩১