নিউজ ডেস্ক

অক্সিজেনে ম্যানহোলে ঢাকনা নেই, যেন মরণ ফাঁদ

নিউজগার্ডেন ডেস্ক: অক্সিজেন টু মুরাদপুর রোড অয়েল মিলের সামনের ম্যানহোলে ঢাকনা নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যানহোলের কিছু ঢাকনাবিহীন। ঢাকনা ভাঙে, চুরি হয়। তারপর ঢাকনা আছে কি নেই, তা কেউ দেখে না। ঢাকনাহীন ম্যানহোলে পড়ে দুর্ঘটনার শিকার হয় অনেক পথচারী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানহোলে ঢাকনা না থাকার জন্য প্রধানত দায়ী ভারী যানবাহন। চাকার চাপে প্রথমে ঢাকনা ভেঙে পড়ে। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মীরাও ম্যানহোল পরিষ্কার করার সময় অসতর্কতায় ঢাকনা ভেঙে ফেলেন। মাদকাসক্ত ও টোকাইরাও ঢাকনা চুরি করে বিক্রি করে।
একজন পরিবেশবিদ বলেন, প্রধানত কর্তৃপক্ষের অবহেলার কারণেই চট্টগ্রামের অনেক সড়কে ম্যানহোলের ঢাকনা থাকে না। প্রধান সড়কেই ম্যানহোলের ঢাকনা নেই। মনে হয় ঢাকনা আছে কি না, দেখার কেউ নেই। এ ছাড়া বিভিন্ন কলোনিতে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষেরও নিজস্ব কিছু ম্যানহোল রয়েছে।
ঢাকনা না থাকলেও ঢচট্টগ্রাম ওয়াসা ও সিটি করপোরেশন নিজ নিজ ম্যানহোল রক্ষণাবেক্ষণে পুরোপুরি সতর্ক বলে দাবি করেছে। চট্টগ্রাম ওয়াসার একজন বলেছেন, ওয়াসা ম্যানহোল রক্ষণাবেক্ষণে আন্তরিক। একটি ঢাকনা তৈরিতে প্রায় ছয় হাজার টাকা খরচ হলেও পাড়ার ভাঙারিসহ বিভিন্ন স্থানে এগুলো ২০০ টাকায় বিক্রি হয়। ওয়াসা মাসে কমপক্ষে ৫০টি নতুন ঢাকনা বসায়। ম্যানহোলের ঢাকনা ভাঙে, চুরি হয়, তাৎক্ষণিকভাবে আবার লাগিয়ে দেওয়া হয়। বিশেষ করে প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে সচল রাখতে সিটি কর্পোরেশন সব সময়ই সতর্ক থাকে।

মন্তব্য করুন