নিউজ ডেস্ক

নাজিরহাট বাজারে দোকানে হামলা ও ভাঙচুর, থানায় মামলা

নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি: উপজেলা ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার সদরে নাজিরহাট বাজারের ঝালবিতান দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মোহাম্মদ নুরুল হক বাদী হয়ে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করিয়াছে। যাহা ফটিকছড়ি থানা জিডি নং- ১২৯৬ তারিখ: ৩১/০১/২০২৪ ইং অভিযোগে প্রকাশ জৈনক আবু হানিফের নেতৃত্বে উক্ত দোকানের মালামাল ভাঙচুর ও ক্ষতির পরিমান পঞ্চাশ হাজার টাকা উল্লেখসহ ভবিষ্যতে আরো ক্ষয়ক্ষতির হুমকি প্রদর্শন করিয়াছে বলে বাদী মো: নুরুল হক জানান।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানান বাদী নুরুল হক একজন ভাড়াটিয়া দোকানদার এবং প্রকৃত ঐ দোকানের মালিক রেজাউল করিম গং। হানিফ গংদের সাথে রেজাউল করিম গংদের মধ্যে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে স্বত্বাধীকার নিয়ে মামলা নং ৩১৬/২০২৩ ধারা ১৪৫ রজু করা হলে বিজ্ঞ আদালত শুনানির পর উক্ত মামলা খারিজ করে দেয়। এতে ক্ষিপ্ত হইয়া মো: আবু হানিফ গং রেউজাল করিম গংকের ভাড়াটিয়া দোকানদারের উপর হামলা ও লুটপাট চালিয়েছে এবং ভবিষ্যতে জানমালের ক্ষতির হুমকি প্রদর্শন করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেছে বলে বাদীর অভিযোগে প্রকাশ। থানা পুলিশ জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন