নিউজ ডেস্ক

ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি এখন মা ও শিশু হাসপাতালে

মোঃ ছরওয়ার কামাল: চট্টগ্রাম ফ্রান্সের বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি এখন চট্টগ্রাম আগ্ৰাবাদ মা ও শিশু হাসপাতালে অবস্থান করছেন। তিনি আগামী ১০ দিন চট্টগ্রামে অবস্থান করবেন এবং চট্টগ্রামের আগ্ৰাবাদ মা ও শিশু হাসপাতালে রিকেট জনিত জটিল বিকলাঙ্গ রোগীদের অপারেশন করবেন। ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি গত প্রায় ১৭ বছর যাবৎ প্রতিবছর চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আসেন এবং এখানে অনেক জটিল ও কঠিন রিকেট জনিত বিকলাঙ্গ রোগীদের অপারেশনসহ বিভিন্ন অপারেশন করে থাকেন। এখানে উল্লেখ্য যে, ফ্রান্সের একটি চেরিটেবল সংগঠন এএমডি ফ্রান্সের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিক্ষা, চিকিৎসা ও উন্নয়ন বিষয়ে একটি সমঝোতা চুক্তি রয়েছে। উক্ত চুক্তির আওতায় তারা প্রতিবছর মা ও শিশু হাসপাতালে আসেন এবং আমাদের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকেন। এছাড়াও উক্ত সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়নে বিভিন্ন রকম সহযোগীতা করে আসছেন। আজ সকালে ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। জেনারেল সেক্রেটারী হাসপাতালের জন্য একটি ফ্রেকচার টেবিল ক্রয়ের জন্য প্রায় ৩২ লক্ষ টাকা অনুদান প্রদান করায় ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি ও তার সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন