
নিউজগার্ডেন ডেস্ক: রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট, জুবিলী রোড, জামালখান, এনায়েত বাজার, কাজীর দেউড়ি, স্টেশন রোড, চকবাজার, সিআরবি, আগ্রাবাদ এবং নাসিরাবাদ সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে বাল্যবিবাহ, এইডস, ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন চাটার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, পি পি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজ উল গনী চৌধুরী, পি পি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন শিকদার, প্রেসিডেন্ট ইলেকট্র এস এম জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারি ডক্টর আয়েশা আফরিন, ট্রেজারার সৈয়দা সেলিনা সরোয়ার, রোটারিয়ান ইকরাম পাশা, জাহাঙ্গীর আলম, শেখ ফরিদ, ফিলিপ গোমেজ, মনসুর মিয়া, এস এম সাজ্জাদ হোসেন, এম এ মতিন এবং রোটারেক্ট নাঈম হাসান প্রমুখ।
বক্তারা রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামীতে এর পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।