
নিউজগার্ডেন ডেস্ক: পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন। প্রধান অতিথি বলেন- খেলাধুলার মাধ্যমে ছাত্রদের দেহ এবং মেধা ও মনের বিকাশ ঘটে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়া, অভিভাবক সদস্য আহমদ কবির বাবুল, তিলেকেশ্বর বিশ্বাস, দোলন দত্ত, প্রাক্তন ছাত্র ও রাজনীতিবিদ ইদ্রিচ খান কফিল, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম, তপন দত্ত, মোহাম্মদ কমর উদ্দীন, ফাল্গুনী দে, পান্না নাথ, মুবাস্বরুল মাহমুদ, আবদুল মালেক, জাহিদ হাছান, মুবাস্বর আলী প্রমুখ।