হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন। উদ্বোধক হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহীম খলিল ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইফতেখার হোসাইন, শাহজাদা আলম, রবিউল হোসেন এবং থানা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো: হারুনুর রশিদ ও ফওজিয়া আক্তার এবং পুরো অনুষ্ঠানের নিউজ কাভারেজে ছিলেন মো: রেজাউল কাদের এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

মন্তব্য করুন