বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি পদে সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি পদে রাকিবুল আলম চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৯ মার্চ শতভাগ রপ্তানিকারক তৈরী পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ নির্বাচন (২০২৪-২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে একযোগে সম্মিলিত পরিষদ ও ফোরাম ২টি প্যানেলে মোট ৩৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা আগামী ২ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে পোশাক শিল্পের সার্বিক উন্নয়নে কাজ করবেন। উভয় প্যানেলের প্রধান ইতিমধ্যে মনোনীত হয়েছেন। সম্মিলিত পরিষদের প্রধান হলেন এস. এম. মান্নান (কচি), শার্ট এন্ড জ্যাকেট জোন লিঃ, ঢাকা এবং ফোরামের প্রধান হলেন ফয়সাল সামাদ, সুরমা গার্মেন্টস্্ লিঃ, ঢাকা।
সম্মিলিত পরিষদ চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের জন্যপূর্বের ন্যায় নিজেদের মধ্যে ইলেকট্রোরাল ভোট গত ৩১ জানুয়ারী চট্টগ্রাম ক্লাবে অত্যন্ত সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ নজরুল ইসলাম (ওয়েল গ্রুপ) প্রথম সহ-সভাপতি ও রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ) সহ-সভাপতি পদে নির্বাচন করার জন্য সম্মিলিত পরিষদের সদস্য পোশাক শিল্পের মালিকগণ নির্বাচিত করেন। চট্টগ্রামে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ৭টি পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনীত হন যথাক্রমে মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্ লিঃ), আমজাদ হোসেন চৌধুরী (হাই-ফ্যাশন লিমিটেড), এম. আহসানুল হক (এমহিকো ফেব্রিক্স (প্রাঃ) লিঃ), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস্্ লিঃ), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট ইন্ডাঃ লিঃ), মোঃ আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্্ লিঃ) এবং গাজী মোঃ শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্্ ইন্ডাষ্ট্রিজ লিঃ)।
পোশাক শিল্প মালিকদের সংগঠন সম্মিলিত পরিষদের উক্ত ইলেকট্রোরাল ভোটে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব এস.এম. নুরুল হক। এ’সময় আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি ও বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব এরশাদ উল্লাহ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবউদ্দিন আহমেদ, এস.এম. আবু তৈয়ব, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সেক্রেটারী সৈয়দ মোহাম্মদ তানভীর, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক আ.ন.ম. সাইফ উদ্দিন, ফরহাত আব্বাস, লিয়াকত আলী চৌধুরী, অঞ্জন শেখর দাশ সহ বিপুল সংখ্যক পোশাক শিল্পের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পোশাক শিল্পের ক্রমাগত সাফল্য অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৯ মার্চ, ২০২৪ইং তারিখে বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীদেরকে পুর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ বিজিএমইএ’র সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন