আল হেরা আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আল হেরা আইডিয়াল মাদরাসা চট্টগ্রাম পূর্ব মাদারবাড়ী কামাল গেইট, মাঝিরঘাট ও খুলশী ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা কবির আহমদ এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক শাহ নেওয়াজ ফোরকান এর পরিচালনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মুফতি মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসসুন্নাহ মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাসউদুর রহমান, আল হামিম ইউনস্টিটিউট’র প্রিন্সিপাল মাওলানা আরিফুল ইসলাম, আল ফালাহ মাদরাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান। এ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকগণ।
অত্র প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৬০০, শিক্ষক – শিক্ষিকা ৪০ জন, কর্মচারী ৭ জন।

মন্তব্য করুন