নিউজগার্ডেন ডেস্ক: হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় এর নবীন বরণ ও এস এস সি পরিক্ষার্থী ২০২৪ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহীম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহজাদা আলম, সাজ্জাদ আলম, হাসান মুন্না। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহবিয়ার জিসান, মোঃ ইমরান, মোঃ শাহরিয়ার,সাজ্জাদ, মুক্ত অক্তার, রিয়া আক্তার, সাদিয়া চৌধুরী, আফরোজা সুলতানা মারিয়া প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ ও মো: হার রশিদ ও মো: রেজাউল কাদের।