নিউজ ডেস্ক

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বলিরহাট শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ, বলিরহাট শাখা ও ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) আনমশর্জাতিক কেরাত সম্মেলন নগরীর চান্দগাঁও খাজা রোড খালাসীপুকুর পাড় নূর মার্কেটের মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য কেরাত সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা হামিদ উল্লাহ মসজিদ প্রাঙ্গণে গতকাল মাওলানা মুফতি নোমান সালেহ ও মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বহদ্দার বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মুছা, ফরিদের পাড়া বায়তুছ সালাত জামে মসজিদের খতীব মাওলানা ওমর ফারুক, নুসরাতুন উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক, বাদামতল মসজিদের মাওলানা জামাল উদ্দীন, জানালীহাট মসজিদের খতীব নূর হোসাইন, খোলাপাড়া মসজিদের খতীব মাওলানা হাফেজ নুরুল কবীর, মাওলানা আমান উল্লাহ কুতুবী, ছিদ্দিকীয়া তালিমুল কোরআনের শিক্ষক মাওলানা ইমরানুল হক, মাওলানা আবদুল কাদের, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবদুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, আল কোরআনের পথই সত্য ও সুন্দরের পথ। আল কোরআনেই আছে মানবজাতির মুক্তি। কোরআন যারা আঁকড়ে ধরবে, ধারণ করবে, গ্রহণ করবে তারা দুনিয়া-আখেরাতে সফল হবে এবং সকল অনিষ্ট থেকে মুক্ত থাকবে। যারা এই কোরআন থেকে বিমুখ হবে, তাদের জন্য থাকবে মহা সঙ্কটময় জীবন। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত মাহফিলে জিকিরের সাথে যোগদান করার জন্য ধর্মপ্রাণ মানুষের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তুতি সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি নোমান সালেহ।

 

মন্তব্য করুন